মেসার্স বৈঠাঘাটা বীজ ভান্ডার, প্রোঃ মোঃ শাহ জামাল,বৈঠাঘাটা বাজার,নাজিরপুর,পিরোজপুর এবং মেসার্স রাহাত বীজ ভান্ডার, প্রোঃ মজলু গাউস, বৈঠাঘাটা বাজার,নাজিরপুর,পিরোজপুর কে বীজ বিধিমালা, ২০২০ এর বিধি ৭(ঠ) মোতাবেক আপনাকে উক্ত ফসল গুলোর জাত প্রাপ্ত লটের বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো এবং উক্ত বীজ দোকান হতে অপসারন জন্য বলা হলো। অন্যথায় বীজ আইন, ২০১৮ এর ধারা ১৯(৪) মোতাবেক প্রাপ্ত সকল বীজ বাজেয়াপ্ত করা হবে এবং ধারা ২৪ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস