1. কৃষি মন্ত্রনালয়ের রেজিষ্ট্রেশন প্রাপ্ত বীজ ডিলারগনের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে নোটিফাইড ফসল হিসাবে ধান, পাট, গম ও আলু বীজের প্রত্যয়ন সেবা প্রদান করা হয়।
2. সরকারী/বেসরকারী খাতে বীজ উৎপাদনকারীগনকে ব্রিডার ও ভিত্তি শ্রেনীর বীজের ক্ষেত্রে আবশ্যিকভাবে বীজ প্রত্যয়ন সেবা প্রদান করা হয়ে থাকে।
3. বীজ উৎপাদনকারীগনকে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রনের কারিগরী পরামর্শ সেবা প্রদান করা হয়।
4. বীজ সংশ্লিষ্ট সকলকে বীজ আইন ও বীজ প্রযুক্তিগত প্রশিক্ষন সেবা প্রদান করা হয়ে থাকে।
5. মাঠ প্রত্যয়নকৃত বীজের ক্ষেত্রে লট অফারের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয় এবং ল্যাবরেটরী পরীক্ষার ফলাফল মোতাবেক প্রত্যয়ন কার্ড/ট্যাগ সরবরাহ করা হয়।
6. টিএলএস শ্রেনীর বীজের ক্ষেত্রে মার্কেট থেকে নমুনা সংগ্রহপূর্বক বীজ পরীক্ষার মাধ্যমে ঘোষিত মান যাচাই করা হয়ে থাকে।
7. মার্কেট মনিটরিং এর মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রন করা হয়।
8. জাতীয় বীজ নীতি, বীজ আইন, বীজ অধ্যাদেশ, বীজ বিধির আলোকে এবং জাতীয় বীজ বোর্ডের নির্দেশনা মোতাবেক মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষন ও বিপননে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়ে থাকে।
9. আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে মিনি বীজ পরীক্ষাগারে বীজ পরীক্ষা (অঙকুরোদগম, বিশুদ্ধতা ও আর্দ্রতা পরীক্ষা) করা হয়।
10.বীজ অধ্যাদেশ, বীজ আইন ও বীজ বিধিমালার অধীনে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়ে থাকে।
সরকারী ফিসমূহঃ
১। বীজ ফসলের জাত ও শ্রেণী ভিত্তিক বীজ প্রত্যয়নের আবেদন ফি = ১০০/-
২। বীজ পরীক্ষণ ফি ঃ (ক) বিশুদ্ধতা পরীক্ষা (নমুনা প্রতি) = ১০/-
(খ) অঙকুরোদগম পরীক্ষা (নমুনা প্রতি) = ১০/-
(গ) আর্দ্রতা পরীক্ষা (নমুনা প্রতি) = ১০/-।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS